অ্যাসেক্সুয়াল ব্যক্তি তিনিই যিনি যৌন অনুভূতি অনুভব করেন না। এটি দুটি বিষয়ের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়- আকাঙ্ক্ষা এবং উত্তেজনা। চিকিৎসাবিজ্ঞান বলে, এ দুটো বিষয়ের অনুপস্থিতি থাকে অ্যাসেক্সুয়াল মানুষের মধ্যে। অথচ এই মানুষগুলোর যৌনাঙ্গ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। যৌন চাহিদা তাদের মাঝে তৈরি হয় না।
বিশেষজ্ঞদের মতে, অর্গাজমের সময় অক্সিটোসিন হরমোনে ক্ষরণ ঘটে। এতে দুজনের মধ্যে আবেগগত সম্পর্কের সৃষ্টি হয়। আবার দৈহিক অন্তরঙ্গতার অভাবে মানুষ মানসিকভাবে কাছাকাছি আসতে পারে না। সম্পর্কের অধঃপতনে দৈহিক অন্তরঙ্গতা অবস্থার উন্নতি ঘটাতে পারে। অধিকাংশ অ্যাসেক্সুয়াল মানুষ সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে চান না। অনেক সময় হরমোনের প্রভাবও হতে পারে। অনেক সময় অ্যাসেক্সুয়্যালিটি নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা জন্মায় যেমনঃ পার্ফেক্ট বা কাঙ্ক্ষিত সঙ্গীর দেখা না পাওয়া, বাস্তবতার অন্য জগতে বাস করা ইত্যাদি। আদতে এটির পিছনে মূল কারণ এখনো গবেষণার অন্তর্ভুক্ত।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি