গাছে কলম করলে এমন হতে পারে, যেমন গাছের এক ডালে লাল, আরেক ডালে সাদা, এভাবে কলম করে একই গাছে ভিন্ন রঙের ফুল পাওয়া সম্ভব। তবে জবা বা অন্যান্য ফুলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। শঙ্কর প্রজাতির ফুল গাছের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। গাছের ফুলের রঙ নিয়ন্ত্রণের জন্য জিন অনেকক্ষেত্রে দায়ী এবং পরিবেশগত নানা কারণে জিনের পরিবর্তন হতে পারে। জিন পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন প্রজাতি, এই ঘটনাকে বলে মিউটেশন। ফুলের রঙের পরিবর্তনে মিউটেশন একটি কারণ হতে পারে৷ উদ্ভিদে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থেকে যায় তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উদ্ভিদের এই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য যে জিন দায়ী সেটায় বিভেদ না থাকায় সব রঙের প্রকাশ ঘটে ফুলে ভিন্ন রঙ দেখা দিতে পারে৷ এছাড়া আরও একটি কারণ হচ্ছে ক্রোমোফোর। উদ্ভিদে রঙের বৈচিত্র্য দেখা যায় ক্রোমোফোর নামক রঞ্জকের কারণে। ক্রোমোফোর অনেকাংশে ক্লোরোপ্লাস্টের তারতম্যের উপর নির্ভরশীল। পরিবেশগত নানা পরিবর্তনের ফলে এই ক্রোমোফোর ও ক্লোরোপ্লাস্টে তারতম্য হতে পারে, এর ফলে গাছে ভিন্ন রঙের ফুল দেখা যেতে পারে।
© নিশাত তাসনিম