কেশরের ক্ষেত্রে সিংহ ও স্ত্রী সিংহের সাথে মানবদেহের সাথে মিল রয়েছে। অর্থাৎ একজন পুরুষের দাড়ি হওয়ার ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কাজ করে তেমনি পুরুষ সিংহের ক্ষেত্রে এদের দেহে থাকা টেস্টোস্টেরন হরমোনের ফলেই এদের দেহে কেশর দেখা যায়। আর এই হরমোনটির অনুপস্থিতির ফলেই স্ত্রী সিংহের কেশর নেই।