বাঘ এবং সিংহের আবাসস্থল সম্পূর্ণ আলাদা; সিংহ যে জায়গায় শুষ্ক তৃণভূমিতে থাকে সেখানে বাঘ আদ্র জঙ্গল, পাহাড়ের পাদদেশে কিংবা হিমযুক্ত পাহাড়ি অঞ্চলে বিচরণ করে তাই বাঘ এবং সিংহের মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক কম।
দ্বিতীয় সমস্যা হচ্ছে সিংহ দলবেঁধে থাকে এবং বাঘ একক ভাবেই থাকে বেশিরভাগ সময়। তাই বাঘ কখনোই সিংহকে আক্রমণ করতে চাইবে না। এবার প্রশ্ন আসতে পারে যদি কৃত্রিমভাবে একটি বাঘ এবং একটি সিংহকে একত্রে রাখা যায় এবং তাদের যদি নিয়মিত এবং পূর্ণমাত্রায় খাবার সরবরাহ করা যায় তাহলে কি একে অপরকে আক্রমণ করবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে; হ্যাঁ আক্রমণ করতে পারে কিন্তু তা সম্পূর্ণ অঞ্চল দখলের লড়াইয়ের জন্য; একে অপরকে খাওয়ার জন্য নয়। মজাটা হয় এর পর। যদি আপনি খাবারের উৎস শুধুমাত্র একটি রাখেন তাহলে লড়াই হবে। মানে আপনি যদি খাঁচায় শুধুমাত্র একটি ছাগল ঢুকিয়ে দেন তাহলে এই সম্ভাবনা আসবে কিন্তু এটি তৎক্ষণাৎ ঘটবে না।
আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এনার্জিরএফিসিয়েন্সি এবং ফুড করভার্সন রেট। ধরুন বাঘ এবং সিংহ একে অপরকে খাওয়ার জন্য আক্রমণ করলো। এবার তুমুল লড়াই হবে। দুটো প্রাণীরই প্রচুর শক্তি(ক্যালোরি) খরচ হবে। একটু খেয়াল করলে দেখতে পাবেন এই শক্তি খরচের পরিমান বাঘ বা সিংহ একে অপরকে খেয়ে যত শক্তি (ক্যালোরি) অর্জন করবে এর থেকে কম। এর থেকে গরু, ছাগল, জেব্রা ধরে খাওয়া অনেক ভালো।
collected