বৃত্তাকার বস্তু হলো দ্বি মাত্রিক এবং গোলাকার বস্তু হলো ত্রি মাত্রিক ।
বৃত্তের শুধু ক্ষেত্রফল থাকে কিন্তু গোলকের আয়তন থাকে ।
বৃত্তের কেন্দ্রকে খুজে পেতে হলে আপনাকে বৃত্তের পরিধির যেকোন দুটি স্থান থেকে দুটি দূরত্ব দিয়েই আপনি এর কেন্দ্র খুজে পাবেন।
অন্যদিকে,
গোলকের এর ভিতরের যদি কোন বিন্দুকে খুজে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ৩ টি নির্দিষ্ট দূরত্ব জানতেই হবে।