নিরেট অর্থই হলো যেখানে কোনো ফাঁপা থাকবে না পুরোটাই জমাট থাকবে।নিরেট বলও অনেকটাই তেমন।যেমন ক্রিকেট বল।
আর ফাঁপা মানেই বাহ্যিকভাবে ফোলা থাকবে কিন্তু ভিতরে বাতাস বাদে কিছুই থাকবে না অর্থাৎ একদমই নিরেট থাকবে না।ফাঁপা বলও অনেকটা এরকম।যেমন ফুটবল,টেবিল টেনিস বল ইত্যাদি।
ফাঁপার বিপরীতই নিরেট তাই পার্থক্য খুব ভালো করেই বুঝা যাচ্ছে কি হবে!