এর বিস্ফোরক স্বভাবের কারণেই মূলত এন্টিম্যাটার এত দামী। এক গ্রাম এন্টিম্যাটার একটি শহরকে ধুলিস্যাৎ করতে যথেষ্ট। এছাড়াও এর উৎপাদন খরচ প্রচুর যার জন্য এন্টিম্যাটার এত দামী। অ্যান্টিম্যাটার তৈরির একমাত্র উপায় হচ্ছে আমাদের পৃথিবীতেই এটি কৃত্রিমভাবে তৈরি করা এবং সংরক্ষন করা। কিন্তু অ্যান্টিম্যাটার তৈরি করার প্রোসেসটি এবং তৈরি করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার হবে সেগুলো অপারেট করা এবং সেখান থেকে অ্যান্টিম্যাটার তৈরি করা অবিশ্বাস্য রকম এক্সপেনসিভ এবং ডিফিক্যাল্ট। এতটাই এক্সপেনসিভ যে একটি ধনী দেশের সরকারও এতটা বাজেট রাখতে পারবেনা এর পেছনে ।