বমি বমি ভাব হওয়ার প্রধান কারণ লিভার ঠিকমত কাজ করছে না। লিভার থেকে নি:সৃত bile খাবারগুলো emulsify করে যাতে করে পাচন রসের সাথে emulsified food ভালভাবে মিশে যায় হজমের জন্য। কিন্তু লিভারের সমস্যা থাকলে সেই bile এর quality and quantity ঠিক দরকার মত হয় না যার ফলে খাবার হজম ব্যাহত হয় এবং ফলস্বরূপ তা বমির সঙ্কেতের মাধ্যমে প্রকাশ পায়। সেই জন্য লিভার function পরীক্ষা করানো উচিত এবং লিভারের সমস্যা থাকলে লিভারের চিকিৎসা করা উচিত।