13q deletion syndrome হলো এক ধরনের জেনেটিক রোগ। আমাদের দেহের মোট ক্রোমোজোম ২৩ জোড়া, এদের প্রত্যেকের আবার দুইটা বহু থাকে, একটা p (ছোট বাহু) আরেকটা q (বড় বাহু)।
১৩ নং যে ক্রোমোজোম রয়েছে, সেটার q বাহু আংশিক না পুরোপুরি ডিলিট হয়ে গেলে (chromosome deletion) তাকে 13q deletion syndrome বলে।
ক্রোমোজোমের কতটুকু ডিলিট হয়েছে তার উপর ভিত্তি করে এই রোগের লক্ষণ ও আলাদা। শারীরিক ও মানসিক উভয় ধরনের সমস্যা হতে পারে। যেমন ছোট চোখ, ছোট নাক, চিকন কপাল, এমন। জেনে রাখা ভালো, জেনেটিক রোগ ভালো হয় না।