এই জিনিসটিকে বলে স্নিজ রিফ্লেক্স।
হাঁচির স্টিমুলেশন বা উদ্দীপনা বহন করে ট্রাইজেমিনাল নার্ভ। মস্তিষ্কের ভিতরে এই ট্রাইজেমিনাল নার্ভ এবং অপটিকাল নার্ভ একে অপরের কাছাকাছি থাকে। ফলে তীব্র আলোর অনুভূতি অপটিকাল নার্ভ দিয়ে যাওয়ার সময় ট্রাইজেমিনাল নার্ভেও উদ্দীপনা সৃষ্টি করে। ফলে হাঁচি আসে।