যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোর ফোটন কণা ও পাতায় বিদ্যমান ক্লোরোফিলের সাহায্যে মাটিস্থ পানি ও বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে মূল পদার্থ হিসেবে গ্লুকোজ এবং উপজাত হিসেবে অক্সিজেন ও পানি তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ(Photosynthesis) বলে।
সালোকসংশ্লেষণের দুটি পর্যায়।
- আলোকপর্যায় ও
- আলোকনিরোপেক্ষ পর্যায়
আলোকপর্যায়ে উদ্ভিদ পাতায় উপস্থিত থাকা পানি দিয়ে NADPH2 (বিজারিত নিকোটিনামাইড অ্যাডনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট) উৎপন্ন করে।
আলোক নিরপেক্ষ পর্যায়ে পাতার ক্লোরোফিলে বিদ্যমান ৫ কার্বনবিশিষ্ট রাইবোজোম ১,৫ ফসফটের সাথে কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে