আমের বহুমুখী পুষ্টিগুণের কারণেই মূলত আমকে ফলের রাজা বলা হয়। আচ্ছা তাইলে জেনে আসা যাক,
প্রথমত আমে থাকা অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা সব ধরণের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
আমে থাকা ভিটামিন সি আর ফাইবার সমৃদ্ধ এই ফল খেলে ক্ষতিকর কোলেস্টেরলের (এলডিএল) কমে যায়।
আম চোখের জন্য উপকারী। কারণ ভিটামিন এ থাকার কারণে আপনার রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
সর্বোপরি বহুমুখী পুষ্টিগুণের কারণেই আমকে ফলের রাজা বলা হয়।