আমরা যখন কান্না করি তখন চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানির ফ্লো হওয়ার জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ফ্লুইড জমা হতে হয়। এই ফ্লুইড জমা হওয়ার জন্য চোখে এবং মুখমণ্ডলের দিকে রক্তের প্রবাহমাত্রা বেড়ে যায়। যেহেতু চোখের আশেপাশের স্কিন খুবই পাতলা, তাই এই অতিরিক্ত রক্তপ্রবাহ চোখের আশেপাশে ফুঁটে উঠে। তাই ফর্সা মানুষের পুরো মুখ লাল হয়ে যায় কারণ তাদের চামড়ায় স্পষ্ট দেখা যায়। আর চোখে রক্তের প্রবাহ বেড়ে যায় বলে চোখও লাল দেখায়!
©Zaima
(বিঃদ্রঃ প্রশ্নটি এখানে পূর্বেও করা হয়েছে। সার্চ দিলেই পেতেন)