আমি বুঝতে পারিনি আপনি কোন হাইলাইটারের কথা বলছেন। আমি হাইলাইটার পেনে কীভাবে তৈরি হয়, সেই সম্পর্কে লিখছি।
হাইলাইটারে Flurescein নামক যৌগ ব্যবহার করা হয় যা হইলাইটারের কালিকে উজ্জ্বল হতে সাহায্য করে। আর এর সাথে আরও বিভিন্ন যৌগ ব্যবহৃত হয়, যেগুলো হাইলাইটারের কালির বিভিন্ন রং তৈরি করে। যেমন:
Pyranine ব্যবহৃত হয় হলুদ কালি তৈরিতে।
নীল কালিতে ব্যবহার করা হয় Triphenylmethane।
গোলাপি বা পারপেল রঙের কালি তৈরিতে ব্যবহৃত হয় Rhodamine ও Triphenylmethane- এর মিশ্রণ।
আর কমলা কালি তৈরি করতে Xanthene ও Coumarin- এর মিশ্রণ ব্যবহার করা হয়।