চাঁদে বসবাসের ক্ষেত্রে প্রথমেই ভাবতে হবে অক্সিজেন ও পানির কথা। ধারণা করা যায়, চাঁদে পানি থাকতে পারে। যদি থেকে থাকে তবে সেই পানিকে প্রক্রিয়াজাত করে মানুষ ব্যবহার করতে পারে। আবার চাঁদের পানি থেকে অক্সিজেন উৎপাদনও সম্ভব। কিন্তু চাঁদে যদি পানি না থাকে, তব েপৃথিবী থেকে পানি ও অক্সিজেন ও পানি নিয়ে যেতে হবে, যা অনেক ব্যয় এবং কষ্টসাধ্য।
আবার চঁদের মহাকর্ষ বলের প্রভাব অনেক কম। সাধারণত আইএসএসে নভোচারিরা অল্প কিছুদিন থাকেন বলে জিরো গ্র‌্যাভিটিতে তাদের বেশি কিছু হয় না। কিন্তু চাঁদে এত কম গ্র্যাভিটিতে দিনের পর দিন থাকলে মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই সেখানে এমন একটি শহর বা বাড়ি তৈরি করতে হবে যা কেন্দ্রবিমুখী বলের মাধ্যমে মানুষকে পৃথিবীর ওজনের মতো অনুভুতি দেবে।
এছাড়া চাঁদে খাবারের জন্য চাষ করতে হলে, সেখানে আলাদা নিয়ন্ত্রিত চেম্বারে পৃথিবীর মাটিতে চাষ করতে হবে।