পত্রিকার পাতায় মাঝেমধ্যেই কিছু চমকপ্রদ খবর নজরে পড়ে, যেমনঃ স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন স্বামী মাত্র ৫৫ ডলারে চাঁদে জমি কিনলেন সাতক্ষীরার দুই তরুণ! এবার চাঁদে জমি কিনলেন গোপালগঞ্জের কানাডা প্রবাসী দম্পতি ইত্যাদি। আসলেই কি চাঁদে জমি কেনা যায়? আপনিও বিক্রি করতে পারবেন।
প্রথম দেখায় মনে হয় ইশ আমিও যদি চাঁদের জমির মালিক হতে পারতাম। কিন্তু আসলেই কী চাঁদের জমি কেনা যায়? চলুন প্রথমে চাঁদের জমি বিক্রি করে এমন একজন ব্যক্তি সম্পর্কে জেনে নিই।
ডেনিস হোপ হলো একজন মার্কিন নাগরিক। ১৯৮০ সাল থেকে তিনি চাঁদে জমি বিক্রি শুরু করেছেন। ডেনিস হোপের চাঁদে জমি বিক্রি করার সংস্থাটির নাম হলো 'লুনার অ্যাম্বাসি'। এর বাংলা অর্থ হলো চন্দ্র দূতাবাস। এই সংস্থাটির মাধ্যমেই ডেনিস হোপ এর কাছ থেকে সবাই চাঁদের জমি ক্রয় করে। যদিও চাঁদের জমি বলে কথা তবুও দাম রয়েছে সাধ্যের মাঝেই,প্রতি একর জমির দাম ২৪.৯৯ থেকে শুরু করে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত।
বাংলাদেশি টাকায় মাত্র ২ হাজার টাকা। ডেনিস হোপ জানায় এই ইতিমধ্যে তিনি বিশ্ব জুড়ে ৬০ লাখেরও অধিক ক্রেতার কাছে চাঁদের ৬১.১ কোটি একর জমি বিক্রি করেছে। এসব ক্রেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ,জিমি কাটার ও রোনাল্ড রিগ্যান সহ ৬৭৫ জন নামী তারকাও রয়েছে। আবার ম্যারিয়ট হিলটনের মতো বড় বড় হোটেলও জমি কিনেছেন ডেনিস হোপ এর কাছ থেকে। ডেনিস হোপ এর মতে, চাঁদে এসব জমির মালিকানা নাকি আইনত বৈধ। আবার এসব জমির আইনি নথি, দলিল,মোজা পরচাও রয়েছে।
তবে প্রশ্ন হলো ডেনিস হোপ এই কাজ কিভাবে করছে আর মানুষজন তাকে বিশ্বাসই বা কেনো করছে?
বাকি বিস্তারিত পড়ুনঃ এখানে