কিছু ফুল রাতে ফোটে আবার রাতেই ঝড়ে যায়। এর পেছনে তিনটি প্রধান কারণ আছে।
১) পরাগায়নঃ
রাতে বিশেষ নিশাচর পোকা এসব ফুলে ঘুরে বেরায় এবং খাদ্য সংগ্রহ করে। এই পোকাগুলো রাত শেষ হওয়ার সাথে সাথে লুকিয়ে পরে। পরাগায়নের পর নিষেক ঘটে। নিষেক ঘটলে ফুলের বিভিন্ন অংশ যেমন- বৃতি,দল,গর্ভাশয়,পুংস্তবক পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়। কিছু ফুলের নিষেক হলে ঝড়ে পরে ফল গাছের পুষ্টি ছাড়াই পরিপক্ক হয়। রাতে ফোটা ফুল গুলোর পরাগায়ন ও নিষেক রাতেই সম্পন্ন হয় এবং ফল সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। অল্প সময়ের মধ্যে নিষিক্ত ফুল মাটিতে পরে এবং পরিপক্ক ফল সৃষ্টির জন্য অপেক্ষা করে। এই কারণে কিছু ফুল রাতে ফুটে রাতেই ঝড়ে যায়।
২) পুং গ্যামেটের চলনঃ
কিছু ফুলের পুং স্তবক থেকে পুং গ্যামেট রাতের শিশিরের সাহায্য নিয়ে তার ফ্লাজেলা সঞ্চালন করে স্ত্রী ফুলের গর্ভাশয়ে পতিত হয়। দিনের সূর্যালোক শিশির শুকিয়ে দিলে পুং গ্যামেট আর চলতে পারে না। তাই এসব গাছে রাতে ফুল ফুটে রাতে ঝড়ে পরে।
৩) তাপমাত্রাঃ
কিছু ফুল রাতের কোমল তাপমাত্রা সহ্য করতে পারলেও দিনের তাপমাত্রা সহ্য করতে পারে না। তাই এসব ফুল দিনের শুরুতেই ঝড়ে যায়।
©