যেকোন বস্তু নরম হোক বা শক্ত হোক তা ভঙ্গুর কিনা তা নির্ভর করে বস্তুটিতে অণুর বিন্যাসের উপর। সাধারনত যে সব বস্তু ভঙ্গুর নয় তাতে চাপ দিলে ওই বস্তুর অণুগুলি নমনীয়তার জন্য সাময়িক স্থান বদল করে। এই পদ্ধতিকে বলে ডিফরমেশন ।নমনীয় যোজক বা বন্ধনসম্পন্ন বস্তুতেই ডিফরমেশন ঘটে। তাই চাপে ওইসব বস্তু কখনোই ভাঙে না। কিন্তু কাচের মধ্যে আছে নান রকমের অণু । সিলিকন, অক্সিজেন, বোরন, এবং আরো কিছু অণু এক শক্ত বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। ফলে ডিফরমেশন সম্ভব হয়না। তাই কাচ ভেঙ্গে যায়।