আমরা কাঁচ তৈরিতে বালি ব্যবহার করি বা মূল উপাদান হিসেবে ব্যবহার করে থাকি।বালির সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণে কাঁচ তৈরি করা হয়।বালির ক্ষুদ্র অনুকে যখন বিভিন্ন রাসায়নিক পদার্থের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপ প্রয়োগ করা হয় তখন মিশ্রণটি গলে তরলের মতো পরিণত হয় এগুলো যখন ঠান্ডা করা হয় মসৃণ কোনো প্লেটের উপর তখন এত মসৃণ হয়।