আউটসোর্সিং এর অর্থ হলো কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ বাহিরের কোনো সোর্স বা উৎস হতে করিয়ে নেওয়ার প্রক্রিয়া। যেমন ধরুন - “আপনার কোম্পানির একটা কাজ করানোর জন্য কোম্পানির ভিতরে কোনো যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না। এমতাবস্তায় আপনি বাইরের কোনো ফ্রিল্যান্সারকে এই কাজ টা করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ অফার করলেন এবং সে উক্ত কাজটি করে দিতে রাজি হলো। ব্যাস, এটাকেই বলে আউটসোর্সিং”।
ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। হোক সেটা দেশের ভিতরের কিংবা দেশের বাইরের। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার ইচ্ছেমতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। এখানে কাজ করার ক্ষেত্রে জায়গাভেদে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি চাইলেই এই কাজ অফিসে বসে করতে পারেন আবার ঘরে বসেও করতে পারেন।