IPS এর পূর্ণরূপ Instant Power Supply এবং UPS এর পূর্ণরূপ Uninterruptible Power Supply। দুটিই বিদ্যুতের অনুপস্থিতিতে সঞ্চিত বিদ্যুৎ প্রদানের মধ্যে আমাদের নানা বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন: বাতি, পাখা, টিভি, কম্পিউটার ইত্যাদি কর্মক্ষম রাখে। IPS এর বিদ্যুৎ সঞ্চয় করে রাখার ক্ষমতা (২ ঘন্টা বা তার বেশি) UPS এর চেয়ে (সাধারণত ১৫-৩০ মিনিট) অনেক বেশি।