জীবনের নির্দিষ্ট সময়ে বা দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্থ হলে কোষস্থ ডিএনএ হতে প্রদত্ত সংকেত অনুসারে কোষ বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটায়। এক্ষেত্রে মাইটোসিস পক্রিয়ায় একটি কোষ দুটি অপত্য কোষ (দেহ কোষ) তৈরি করে এবং মিয়োসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভক্ত হয়ে চারটি অপত্য কোষ (জনন কোষ) তৈরি করে।