Samvida Venkatesh
আমাদের চোখের উপরের দিকে ল্যাকরিমাল গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে যার কাজ হচ্ছে চোখের জন্য প্রতিনিয়ত পানি উৎপাদন করা। এই পানি আমাদের চোখের জন্য গুরুত্বপূর্ণ কারণ এর দ্বারা চোখের ধুলাবালি মুছে গিয়ে চোখ পরিষ্কার থাকে।
আর আমাদের চোখের নিচের পাতায় পাংটাম নামে একটা কালো বিন্দু আছে যা চোখের নালির সাথে সংযুক্ত এবং এর সাহায্যে ল্যাকরিমাল গ্রন্থিতে উৎপন্ন পানি পরিষ্কারের কাজ শেষ করে চোখ থেকে বের হয়ে যায়, যার কারণে আমাদের চোখ সবসময় অশ্রুসিক্ত দেখায় না।
কিন্ত যখন আমরা হাই তুলি তখন চোখের পাতাগুলো পরস্পর সংকুচিত হয়ে চাপ পড়ার কারণে পানি নিঃসরণের পাংটাম নালি সাময়িকভাবে বন্ধ থাকে। এ জন্য সে সময়ে ল্যাকরিমাল গ্রন্থিতে উৎপন্ন পানি চোখের উপরিভাগে আটকে গিয়ে আমাদের চোখকে অশ্রুসিক্ত দেখায়।