ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট বলতে বুঝায় ভিটামিন,খনিজ,আমিষ অথবা অ্যান্টি-অক্সিডেন্ট সরবারহকারী কিছু ট্যাবলেট,সিরাপ,পাউডার ইত্যাদি।
অনেক মানুষের ধারণা এগুলো আমাদের নিয়মিত খাদ্যের পরিপূরক আর আমাদের শরীরের ঘাটতি পূরণে সহায়তা করবে।যদিও বিভিন্ন বিশেষজ্ঞের ধারণা,ফুড ডায়েটরির সামান্য উপকার থাকা সত্ত্বেও শরীরের জন্য অনেেক ঝুঁকিপূর্ন।তাই এগুলো সেবন না করায় শ্রেয়।