শরীরের ঘামগ্রন্থির নালি বন্ধ হয়ে ঘামের বিভিন্ন উপাদান চামড়ার বিভিন্ন স্তরে জমা হয়ে ঘামাচি তৈরি করে।সাধারণত পিঠে বেশি হয় কেননা পিঠের ত্বকে বসবাসকারী স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিসব্যাকটেরিয়া ঘর্মগ্রন্থি বন্ধ করার নেপথ্যে ভূমিকা রাখে। আঁটসাঁট পোশাক এর জন্য দায়ি।এজন্য পিঠে শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি ঘামাচি দেখা যায়।