কম বয়সে চুল পাকার অনেক কারণ আছে যেমন-
১. ভিটামিনের ঘাটতি: ভিটামিন বি-৬ ও বি-১২, বায়োটিন, ভিটামিন ডি বা ভিটামিন ই এর অভাবে চুলের রঞ্জক মেলানিন নষ্ট হয়ে চুল সাদা হয়ে যেতে পারে ৷ ভিটামিনের অভাব পূরণ হলে মেলানিন আবার ফিরে আসতে পারে ৷
২. জিনতাত্ত্বিক বিষয়: বংশে যদি প্রাকৃতিকভাবে কম বয়সে চুল পাকার বৈশিষ্ট্য থাকে তাহলে উত্তরসূরীতে তা দেখা দেবে ৷
৩. শ্বেতী রোগ: শ্বেতী বা ভিটিলিগো রোগেও চুল কম বয়সে পাকতে পারে ৷
৪. স্বতঃঅনাক্রম্য রোগ: স্বতঃঅনাক্রম্য রোগ বা অটোইমিউন ডিজিসের কারণেও কম বয়সে চুল পাকতে পারে ৷ চুলের মেলানিনকে বহিরাগত বস্তু ভেবে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করতে শুরু করে ৷
৫. মানসিক চাপ কম বয়সে চুল পাকায় ভূমিকা পালন করে ৷
৬. প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান কম বয়সে চুল পাকার অন্যতম একটি কারণ ৷
৭. চুল রং করতে ব্যবহৃত রাসায়নিক পদার্থে উপস্থিত হাইড্রোজেন পারঅক্সাউড কম বয়সে চুল পাকায় ভূমিকা পালন করে ৷