গড়ে মানুষের মাথায় ১০ হাজার চুল থাকে। চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুযায়ী, প্রতিটা চুলের জীবনকাল দুই থেকে আট বছর। এইসব চুল মারা গেলে আপনা - আপনি পড়ে যায়।আমাদের মাথা থেকে প্রতিদিন একারণে প্রায় ১০০ - ১২৫ টা চুল পড়ে যায়। এটি খুব স্বাভাবিক।
আমাদের মাথায় একই সময় প্রায় সমান সংখ্যক নতুন চুল গজায়। তাই দৈনিক ১০০ টা চুল পড়ে গেলেও মাথায় টাক হয় না।
আবার চুল পড়ার অনুপাতে যদি চুল না গজায় তাহলে টাক হবার একটা সম্ভাবনা থাকে।