মাসে দুই তিনবার রিসেট দিলে ক্ষতির সম্ভাবনাই বেশী।
রিসেট দিলে মাত্র কয়েকদিন মোবাইলের স্পিড বাড়ে । রিসেট দিলে আবার সব অ্যাপ ডাউনলোড করতে হয় এবং সিস্টেমও আপডেট দিতে হয়। প্রসেসর আবার ডেটা তৈরি আরে এবং সেইভ করে। এতে প্রসেসরের উপর চাপ বেড়ে যায় । রেমের উপরও বাড়তি চাপ পড়ে। তবে রিসেট দিতেই হলে দুই তিন মাসে একবার।