এই এলার্ম অফ করার কাজটা আমরা আমাদের অবচেতন মনে করে থাকি। মোবাইলে এলার্ম কিভাবে বন্ধ করতে হয় তা আমাদের অবচেতন মনে খুব ভালো করে সংরক্ষণ করা আছে। তাই এই কাজটা করা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হয় না। এছাড়া আধো ঘুম এবং অবচেতন মনে করা কাজ টা আমাদের স্মৃতি তে খুব বেশি জায়গা করে নিতে পারে না। তাই এই কাজটার কথা ঘুম ভাংলে আমরা মনে করে উঠতে পারি না।