Nishat Tasnim-
কাচা ফল পানিতে ডুবে যায়। পাকা আমের ভিতরের পদার্থ অর্থাৎ, কোষগুলোর ঘনত্ব ও আঁটির ঘনত্ব কাঁচা আমের কোষ ও আঁটির ঘনত্ব থেকে সাধারণত কম হয়। আর তাই পাকা আমের ঘনত্ব অর্থাৎ, পাকা আম পানিতে রাখলে তার আয়তন অনুসারে যে পরিমাণ পানি অপসারণ করবে তার ভর থেকে পাকা আমের ভর কম হওয়ার সম্ভাবনাও বেশি। সে কারণে পাকা আমের পানিতে ভাসার সম্ভাবনাও বেশি।