পাওয়ার প্ল্যান্টের জেনারেশন ভোল্টেজ থাকে ১১কেভি(ফেইজ টু ফেইজ) এর মতন। সেটা যদি প্রায় ১০০কিলোমিটার দূরে সরাসরি পাঠানো হয় তাহলে লাইনে রেজিস্ট্যান্সের কারণে পুরো এনার্জিই লস হবে। আর রিসিভিং এন্ডে ভোল্টেজ খুবই কম থাকবে। তাই এটাকে সঞ্চালনের সময় স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে বাড়িয়ে নেয়া হয়। বাংলাদেশে সেটা ১৩২কেভি, ২৩০কেভি, ৪০০কেভি পর্যন্ত হয়। তবে সামনে ৭৬৫কেভি সিস্টেম আসতে যাচ্ছে।
গ্রাহক পর্যায়ে দেয়ার আগে প্রথমে ৩৩কেভি, এরপর ১১কেভি তে নামানো হয় এবং সর্বশেষে ০.৪কেভি তে নামানো হয়। আগেই বলে নিচ্ছি এগুলো সব থ্রি ফেইজ সিস্টেমের ফেইজ টু ফেইজ ভোল্টেজ। থ্রি ফেইজ সিস্টেমে তিনটা লাইভ ফেইজ থাকে। এই বাসাবাড়িতে ০.৪কেভি বা ৪০০ ভোল্ট থ্রি ফেইজ লাইনের যেকোনো একটা ফেইজের সাথে নিউট্রাল দিয়ে আবাসিক সংযোগ দেয়া হয়। ফেইজ টু ফেইজ ভোল্টেজ এর চাইতে ফেইজ টু নিউট্রাল ভোল্টেজ ৭৩% কম, যার কারণে আপনি বাসাবাড়িতে ২২০ভোল্ট পান।
©মোহাম্মাদুন নবী নাইম