আমরা সাধারণত জানি পৃথিবীর ত্রিমাত্রিক এবং সময় আরেকটি মাত্রা। কিন্তু প্রকৃতপক্ষে মহাবিশ্ব ত্রিমাত্রিক নয়। গত অর্ধ শতাব্দীর অন্যতম পদার্থবিজ্ঞান তত্ত্ব স্ট্রিং থিওরী অনুযায়ী, মহাবিশ্ব ১০ মাত্রিক।কিন্তু প্রশ্ন এই যে, যদি মহাবিশ্ব ১০ মাত্রিক হয় তাহলে আমরা সেটি সনাক্ত বা অনুভব করতে পারি না কেন?লিসা গ্রোজম্যানের Science News'র একটি রিপোর্টে এই প্রশ্নের উত্তরের ধারণা পাওয়া যায়।অন্যান্য মাত্রাগুলো খুবই ক্ষুদ্র এবং খুবই Fleeting, ফলে আমরা সেই গুলো এই মুহূর্তে শনাক্ত করতে পারছিনা।