Samsun Nahar Priya-
স্বপ্ন আমরা সবাই দেখে থাকি। তবে কেউ কেউ ফার্স্ট পারসন ভিউ তে আবার কেউ কেউ থার্ড পারসন ভিউতে দেখে। এরকম হওয়ার পিছনে দায়ী হলো আমাদের নিজেদের মস্তিষ্ক। স্বপ্নগুলি প্রায়শই আমাদের চিন্তাভাবনা / বাস্তব জীবনের অভিজ্ঞতা / মনস্তাত্ত্বিক আচরণ / কল্পনাগুলির ফলাফল। আমরা যখন টিভি শো, সিনেমা দেখি বা ভিডিও গেমগুলি যেভাবে তৃতীয় ব্যক্তির দৃষ্টি হিসেবে দেখি ও খেলি তখন আমাদের মস্তিস্ক নির্দিষ্ট চিত্রগুলি ধারণ করে রাখে। বিশেষ করে চমকপ্রদ, অত্যাশ্চর্য, আনন্দদায়ক, ভয়ঙ্কর ইত্যাদি জিনিসগুলো আমরা বেশি অনুভব করি এবং এই অভিজ্ঞতাগুলি আমাদের মস্তিষ্ক ধারণ করে রাখে যা প্রায়শই স্বপ্নের আকারে একটি দৃশ্য ধারণায় রূপান্তরিত হয় এবং মাঝে মাঝে তা থার্ড পারসন ভিউতে দেখে থাকি। তবে এই বিষয়গুলো তথা অনাইরোলজি (oneirology- study of dream) নিয়ে গবেষকরা আরও কাজ করে যাচ্ছেন এবং আশা করছি ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমরা বিশদ জানতে পারব।