Samsun Nahar Priya-
একজন ব্যক্তির অবস্থান অনুমান করার জন্য মস্তিষ্ক সবসময় সচল থাকে। এইজন্য মস্তিষ্ক দৃষ্টি,স্পর্শ,যৌথ অবস্থান, অভ্যন্তরীণ কান এবং বিভিন্ন কিছুর উৎস একসাথে ধারণ করে এবং এক্ষেত্রে মানুষের অভ্যন্তরীণ কান বিশেষ ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ কান একটু বেশি গুরুত্বপূর্ণ কারন এটি কৌনিক গতি ও রৈখিক গতি তথা উভয়ের জন্য একধরনের সেন্সর ধারণ করে। এই সেন্সরকে ভেস্টিব্যুলার সিস্টেম বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে ইন্দ্রিয় ও প্রত্যাশা একরকম হয় কিন্তু যখন ইন্দ্রিয় ও প্রত্যাশার মাঝে ব্যাঘাত ঘটে তখনই মাথা ব্যথা করে ও বমি বমি ভাব হয়।
আপনি যখন বই পড়েন তখন পেরিফেরাল ভিশন অনুযায়ী আপনার চোখ স্থির থাকে কিন্তু গাড়ি যখন গতি পরিবর্তন করে মোড় নেয় তখন আপনার কান এক্ষেত্রে ভিন্নমত পোষণ করে। যার ফলে মস্তিষ্কের মধ্যে যাওয়া দু'ধরনের সংকেতে সিগন্যালের সৃষ্টি হয় এবং মাথা ব্যথা করে, সেই সাথে অনেকে অসুস্থ হয়ে যায়।