Nishat Tasnim
মাথা ও ঘাড় বরাবর ব্যথাই মাথাব্যথা নামে পরিচিত। মস্তিষ্কে পেইন রিসেপ্টর নেই। কিন্তু ব্রেইন ও হাড়ের আবরণ তার চারপাশের রক্তনালি, নার্ভ তাদের আবরণ, মাথার চামড়ার নিচের মাংসপেশি, চোখ, সাইনাস, কান ও ঘাড়ের মাংসপেশিতে পেইন রিসেপ্টর আছে। এইসব রিসেপ্টর এর উপস্থিতির জন্য মাথা ব্যথা হয়।