।

ব্লবফিশ (গভীর সমুদ্রের অদ্ভুত বাসিন্দা) যাকে অনেকেই পৃথিবীর সবচাইতে কুৎসিত প্রাণীর খেতাব দিয়ে থাকে।
এই ছবিটি দেখলেই বুঝা যাচ্ছে কেন একে অদ্ভুত, বিদঘুটে আর কুৎসিত বলা হয়। চোখের সঙ্গে পুডিং এর স্তূপের মতো বিশাল একটি নাক এবং বিদঘুটে বিশাল মুখ। এই জিনিসগুলোই একে অদ্ভুত তকমা দিতে যথেষ্ট।
এটি মূলত অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রের এক বিপন্ন প্রজাতির মাছ। এর বসবাস যে গভীর সমুদ্রে সেটি একে পানিতে উঠিয়ে আনার পরে এর আঁকড়ে ধরা খোবরানো মুখ দেখলেও আন্দাজ করা যায়। এদের কোনো উল্লেখযোগ্য হাড়ের কাঠামো নেই যেটা তাদের এমন সর্বদা দুঃখ ভরা মুখ দেখলেও বুঝা যায়।
যদিও এদের সাঁতার কাটার জন্যে কোনো পাখনা নেই, কিন্তু এদের দেহের জিলেটিনাস (জেলি জাতীয়) মাংসই এদেরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। মূলত গলদা চিংড়ি ধরার সময় এই প্রজাতিটি অহেতুক জালে আটকে শিকারে পরিণত হয়। আর এভাবেই এরা আজ বিপন্ন প্রায়।
সাধারণত এই মাছ একদমই নিরীহ এবং কোনো কিছুরই ক্ষতিসাধন করে না। এরা মূলত এদের এমন অদ্ভুত চেহারা আর আকৃতির জন্যই বিখ্যাত। তবে পানির নিচে এদের দেখতে অন্যান্য মাছের মতোই সাধারণ লাগে।