অ্যানিমেশনের আসলে বলা যায় ২ টা পার্ট। একটা হলো কার্টুন animation আরেকটি হলো CGI animation।
কার্টুন বাংলায় ব্যঙ্গচিত্র বা হাস্যরসাত্মক ভাবে কোনো বিষয় তুলে ধরা। আর CGI animation ta হলো কোনো একটা কিছুর আকৃতিকে এনিমেটেড করে সেটাকে আরো আকৃষ্ট করা, চলমান করানো, এবং তার সাথে আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে দেওয়া।
এখন আসি এনিমি বিষয়টা নিয়ে। অ্যানিমি আসলে cartoon অ্যানিমেশনের একটা পার্ট বলা যায়। অ্যানিমি হলো জাপানিজ টিভি সিরিজ ভিত্তিক। তবে এইখানে একটা বিষয় আমরা সবাই ভুল করি সেটা এনিমি কে আমরা অনেকেই সাধারণ কার্টুনের সাথে তুলনা করি।
কিন্তু আমরা সাধারণ কার্টুন যাকে বলি আসলে সেটা কোনো একটা কিছুকে অ্যানিমেশনের মাধ্যমে হাস্যরসাত্মক ভাবে তুলে ধরা বা শিশু বৃদ্ধ সবাই বিষয়টা বুঝতে পারে সেইভাবে তুলে ধরা। কিন্তু তার কোনো স্টোরি নাই।
কিন্তু এনিমি হলো আমরা যেই সাধারণ tv series গুলো দেখি সেটাই বলা যায় অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এখানে জাপানিজ ডিরেক্টর রা তাদের নিজেদের মতো করে এনিমি গুলো produce করে বিধায় এনিমি টাকে আলাদা একটা মাত্রায় নিয়ে নে তারা, যেটা হলিউড বা বলিউড বা অন্যান্য যেকোনো টিভি সিরিজ থেকে অনেকটাই আলাদা।
© সাজিদ