Samsun Nahar Priya-
উদ্ভিদদেহে প্লাস্টিড নামক একধরনের অঙ্গানু থাকে। প্লাস্টিড মূলত তিন প্রকার হয়ে থাকে। যথাঃ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঞ্জক ধারণকারী একধরনের প্লাস্টিড। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট অন্যান্য রঞ্জক (লাল, কমলা, হলুদ) ধারণ করে। ক্যারটিনয়েড হলো টেট্রাটারপিনয়েড রঞ্জক যা ক্রোমোপ্লাস্টে উপস্থিত থাকে৷ তাই গাজরে বিটা ক্যারটিনয়েড জাতীয় রঞ্জক থাকায় গাজর কমলা বর্ণের হয়ে থাকে।