Kabir's-
গলার স্বর নির্ভর করে গলার ভিতর থাকা ভোকাল কর্ড বা আলজিহ্বার উপর। ভোকাল কর্ড টিউনিং ফোর্কের মত কাজ করে যার মূলনীতি ফিজিক্সের সেই সরল দোলক বা Pendulum-এর সাথে সম্পর্কিত।
সরল দোলকের দোলনকালের উপর পূর্ণ তরঙ্গ নির্ভর করে তথা টিউনিং ফোর্ক (tuning fork)এর একটা পূর্ণ কম্পন নির্ভর করে। শব্দ তরঙ্গ, পেন্ডুলাম, ফোর্ক, বৃত্তাকার পথে ঘুরতে থাকা বস্তুকে মূলত একই সূতায় বেঁধে দেয়া হয় তবে এদের ফিল্ড, ব্যবহার ও কার্যকারীতা আলাদা।
ফিজক্স থেকে জানতে পারি, তাপমাত্রা, চাপ, বাহ্যিক বল, বাতাসের প্রবাহ ইত্যাদি সরল দোলকের দোলনকালের পরিবর্তন ঘটায় তথা কমবেশি করে।
যেহেতু, সরল দোলক ও T. Fork এর মূলনীতি একই, শুধু ফিল্ডটা ভিন্ন ভিন্ন তাই তাপমাত্রা পরিবর্তনে T. Fork-এর কম্পাঙ্কও বদলায়। কম তাপমাত্রায় বাতাসের ঘনত্ব বেড়ে যায় যা কম্পনে বাঁধার সৃষ্টি করে। তাই শীতের দেশে Same Pendulum এর দোলন সংখ্যা কম হবে। যেহেতু, গলার ভোকাল কর্ডের কম্পনও এই নীতিতে চলে তাই ঠান্ডা লাগলে কর্ডের কম্পাঙ্কও কম হয়। ফলে গলার স্বর মোটা হয়।