Nishat Tasnim
কফ হওয়ার কারণঃ
কফ কোনো সমস্যা নয়, বরং এটি আপনার শারীরিক কোনো সমস্যার একটি লক্ষণ। এটি আমাদের শরীরের বাতাস প্রবেশের রাস্তাকে নিরাপত্তা দেওয়ার কাজ করে থাকে। শরীরে কোন ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিলে কফ তৈরি হয়। এটি সপ্তাহব্যাপী শরীরে অবস্থান করে। মূলত, আমাদের কফ হওয়ার পেছনে সবচাইতে এবশি কার্যকরী ভূমিকা পালন করে আপার রেস্পিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই সমস্যার লক্ষণগুলো সংক্রমণের ২-৩ দিনের মধ্যেই প্রকাশ পায়, এবং শিশুদের বেলায় ৬-৭ দিন এবং প্রাপ্তবয়স্কদের বেলায় ১৩-১৪ দিন স্থায়ী হয়। এক্ষেত্রে কফের সাথে সাথে জ্বর, সর্দি ইত্যাদি লক্ষণগুলোও দেখা দেয়। এমনটা হলে চিকিৎসকের সাথে কথা বলুন, বিশ্রাম নিন এবং নিয়মিত ওষুধ সেবন করুন। আপনি সুস্থ হয়ে যাবেন।