Nishat Tasnim
এক্ষেত্রে দুটিই ক্ষতিকর।
কেননা অতি উচ্চমাত্রার কোনো শব্দ আমাদের কানের জন্য ক্ষতিকর।আমরা শব্দ শুনি প্রধানত আমাদের কানের ভেতরের একপ্রকার তরল পদার্থের কারণে। যখন শব্দ তরঙ্গ আমাদের কানে প্রবেশ করে, তখন তা কানের পর্দা সংলগ্ন তরল পদার্থের থলিতে কম্পন সৃষ্টি করে, সেটাই আমাদের মস্তিষ্কে শব্দানুভূতি হিসেবে প্রেরিত হয়। এখন যদি অনেক জোরে কোনো শব্দ প্রবেশ করে তাহলে এই ভারসাম্যই আবার ভারসাম্যতা হারানোর ঝুঁকিতে পড়ে। যার কারণে বেশি শব্দে ইয়ারফোন ও হেডফোনে গান শোনা বন্ধ করতে হবে।
আর একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত হেডফোন ও ইয়ারফোনে গান শোনা ঠিক আছে কিন্তু উচ্চ পর্যায়ের শব্দে অনেকক্ষণ গান শোনা কানের শব্দ শোনার ভারসাম্য নষ্ট করে।
আর আরেকটা ব্যাপার হলো ইয়ারফোনে যখন আমরা গান শুনি কানে ঢুকিয়ে, এর কারণে কানে ইনফেকশন হতে পারে। ইয়ারফোন ঢুকানোর ফলে আমাদের কান বদ্ধ হয়ে থাকে, মানে বাইরের বাতাস ঢুকতে পারে না। এরকম অনেকক্ষণ বদ্ধ থাকার কারণে তখন কানের ভেতরে পিচ্ছিল রকম হয়ে যায়। এটা ইনফেকশনের সৃষ্টি করে।তাই
ইয়ারফোন কানে দিয়ে কিছু না শুনলেও কানে ব্যাকটেরিয়া এর সংক্রমণ হবে। বিশেষত গরমকালে ঘাম আর পিচ্ছিল পদার্থের কারণে ঐ ইনফেকশনের ঝুঁকি আরো বেড়ে যায়।
~Collected