Rashed Hossain-
*** গ্লো স্টিক ললিপপ***
আজকাল শহর কিংবা গ্রামে গ্লো স্টিক ললিপপ কিনতে পাওয়া যায়, যা বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটি চকলেট হয়ে উঠেছে। মূল ললিপপটি বাচ্চারা মুখে খাচ্ছে আর বাইরের যে স্টিকটি আছে তা জ্বলছে। দেখতেই অসাধারণ লাগে। বিশেষ করে সন্ধ্যা বা রাতের বেলায়।
তবে, এই গ্লো স্টিক ললিপপ কতটুকু নিরাপদ বাচ্চাদের জন্য? আসুন জেনে নিই এই ব্যাপারে। গ্লো স্টিকের ভেতরে কাঁচের ক্যাপসুলে ডাইবিউটাইল ফ্যালেইট বা হাইড্রোজেন পারক্সাইড আর ফ্যালেইক এস্টার থাকে। আর বাইরে থাকে ফিনাইল অক্সালেট যা কাঁচের ক্যাপসুল ভেঙ্গে দ্রবণের প্রভাবে গ্লো করে অর্থাৎ তখন এটি উজ্জ্বল দেখায়।
তবে, কোন বাচ্চা যদি খেলার ছলে কিংবা কৌতুহল বশত কামড় দিয়ে কিংবা অন্য কোনভাবে গ্লো স্টিকটি ভেঙ্গে ফেলে তাহলে সেই স্টিকটির ভেতরে থাকা উপাদানগুলো চামড়ায় লাগলে চামড়া পুড়ে যেতে পারে। এমনকি মুখে গেলে মুখ পুড়ে যেতে পারে। আর চোখে গেলে চোখের অনেক বড় ধরণের ক্ষতি হতে পারে। তাই, এটা বিপদজনক।তাই এটা শিশুদেরকে দেয়ার পর সাবধানতা অবলম্বন করা উচিত।ভুলে কোথাও ভেঙে গীয়ে কেমিক্যালটি যদি চামড়ায় পড়ে তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।