Nishat Tasnim-
চুলের আগা কয়েকটি কারণে ভেঙে থাকে। শরীরে পানিশূন্যতা হলে তা চুলে প্রভাব ফেলে এবং চুলের আগা ফেটে যায়। চুল কাপড়ের সঙ্গে, বালিশের সঙ্গে ঘষা খেলে চুলের আগা ফেটে যায়। চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার (যেমন : কালার, রিবন্ডিং) করলে চুলের আগা ফেটে যায়। কেমিক্যাল যদি পরিমাণে সঠিক না হয়, তাহলে চুল ভেঙে যায়।
করণীয়ঃ https://www.healthline.com/.../how-to-get-rid-of-split-ends