এর কারণ হলো তরলের পৃষ্ঠটান (Surface Tension) নামক এক বিশেষ ধর্ম।
পানির প্রতিটি অণু তার আশেপাশের সকল অণুকে আকর্ষণ করে।
যদি সমতল স্থানে পানির ছোটো বিন্দু রাখা হয়, তাহলে এই কণাটির আশেপাশে সকল দিকেই আরো পানির কণা আছে। ফলে এটি চারদিক থেকেই আকর্ষণ অনুভব করবে। যার ফলে মোট আকর্ষণ বল (Net force) হবে শুন্য। m