ভূগর্ভস্থ পানির অবস্থান আমাদের সারফেস থেকে অনেক টাই গভীরে। যা প্রায় 100 থেকে কয়েক হাজার মিটার নিচে থাকতে পারে(স্থান ভেদে)।এবং যে পানি আমরা মাটিতে তথা উপরে ফেলি সেটা কোনো না কোনো ভাবে মাটির ভিতরে শোষণ হয়ে যায়।এবং সূর্যের তাপে বাষ্প আকারে উড়ে যায়।একই ভাবে কিছু পানি গাছ শোষণ করে।আবার কিছু পানি বিভিন্ন জলাশয় বা পুকুর এ জমা হয় ।যেখান থেকে পশুপাখি,জলীয়বাষ্প ও গাছ শোষণ করে নেয়।ফলে পানি ভূগর্বস্থ পানি পর্যন্ত পৌঁছাতে পারে না।
এখন বলতে পারেন সমুদ্রের পানির কথা।সমুদ্রের পানির সাথে যে ভূগর্ভস্থ পানি মিশে না এটা ভুল,অবশ্যই মিশে তবে তা অনুপাত খুবই কম।
যেমন সমুদ্রের থেকে দূরে থাকা নদীর পানি যেমন মিষ্টি পানি হয় একই ভাবে এই পানিও যত দূরে যাবেন মিষ্টি পানি হবে। আপনারা দেখবেন যে সমুদ্রের তীরবর্তী এলাকায় থাকা টিউবওয়েল এর মাধ্যমে উত্তোলন কৃত পানি বেশির ভাগ সময় লবণাক্ত হয়ে থাকে।যার কারণে বলা যায় যে সমুদ্রের পানির সাথে ওই অঞ্চলের ভগর্ভস্থের পানির সংযোগ রয়েছে।
ধন্যবাদ
©️Rabiul Islam Ovi