সিস্ট হলো ক্যাপসুল বা কোষ বা ক্ষুদ্রাকার থলির মতো অস্থায়ী অঙ্গানু। এটি কঠিন, অর্ধকঠিন বা গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকে।এগুলো টিস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে।যদিও এরা আলাদা একটি পর্দা দ্বারা আলাদা থাকে।
সিস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে ৷
এপিডার্ময়েড সিস্ট : এপিডার্ময়েড সিস্টগুলি ছোট, গলুর মতো যা ত্বকের নীচে বিকাশ করে। এই সাধারণ সিস্টগুলিকে অনেক সময় ভুল করে সিবেসিয়াস সিস্ট বলা হয়।