Nishat Tasnim-
প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে বলা হয়েছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে এবং তারা একটি অন্যটির প্রতিরূপ। প্যারালাল ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ডের মতো আরও একটি বা একাধিক ব্রহ্মাণ্ড যা ঠিক আমাদেরই মতো। সেখানকার প্রকৃতি, ভূমণ্ডল এমনকি প্রাণিজগৎও একেবারে আমাদেরই মতো। হুবহু আমাদেরই মতো দেখতে সবকিছু। একেবারে যেন আমাদের যমজ বিশ্ব।
এমনকি এটাও ধারণা করা হয় যে, প্যারালাল ইউনিভার্স এর পৃথিবীর মত যে গ্রহগুলো আছে সেগুলোতে একই ধরণের মানুষ আছে। হতে পারে আপনি যেমন এই লেখাটি এই মুহূর্তে পড়ছেন ঠিক আরেকটি প্যারালাল ইউনিভার্স এ আপনার প্রতিরূপ আরেকজন আছে যে এই মুহূর্তে এই লেখাটিই পড়ছে এবং আপনারা দু’জনেই দু’জনের কথা ভাবছেন।
এখনও পর্যন্ত সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স এর অস্তিত্বের কোনই পরীক্ষামূলক প্রমাণ নেই।
প্রথমত, সমান্তরাল মহাবিশ্বের ধারণা শুধুমাত্র গল্পকথা বা কল্পবিজ্ঞান সিনেমার অংশ নয়। এটি পদার্থবিদ্যার মূলধারার বিষয়। বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিদেরা এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবনাচিন্তা করেন। তাই তুমি যেমন অন্য উত্তরটিতে কমেন্ট করেছ যে 'এটি বিশ্বাস করতে মন চায় কিন্তু মিথ মনে হয়'- আসলে বিষয়টা এর কোনটাই নয়। বিজ্ঞান বিশ্বাসের ওপর নির্ভরশীল না আবার মিথও নয়। বিজ্ঞান হল যুক্তি, গণিত, পরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রমাণের ওপর প্রতিষ্ঠিত। আমার কী মনে হয় তাতে কিছু যায় আসে না। প্রকৃতিমাতা কী চান সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।
তবে এটা ঠিক যে এখনও পর্যন্ত বিজ্ঞানের অনেক তত্ত্বই সমান্তরাল মহাবিশ্বের অস্তিত্বের আভাস দিলেও এর স্বপক্ষে কোনও পরীক্ষামূলক প্রমাণই (Evidence) এখনও নেই। কিন্তু যেহেতু এটা এখনও ভুল প্রমাণও হয়নি এবং বহু সর্বোচ্চ পর্যায়ের পদার্থবিদ এটা নিয়ে ভাবনাচিন্তা করেন (এবং অনেকে সমর্থনও করেন) তাই একে বিজ্ঞানের একটি যুক্তিগ্রাহ্য প্রস্তাবনা (Scientific hypothesis) হিসেবে মেনে নেওয়া যায়।
তথ্যসূত্রঃ 10ms+Qoura