ম্যাটার-অ্যান্টিম্যাটার বা কণা-প্রতিকণার বিষয়টি বিজ্ঞানের আবিষ্কার দ্বারা সুনিশ্চিত নয়, যা কোরআনের দুটি আয়াত দ্বারা প্রমাণিত, তা হলো সূরা ইয়াসীন-৩৬ নং আয়াত এবং সূরা তুর-৪৯নং আয়াত। প্রতিকণার সম্ভাব্যতার বিষয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণারত। কাজেই যে বিষয়টির সুনিশ্চিত গবেষণা ফলাফল এখনো প্রমাণিত হয়নি সেই প্রতিকণা বা এন্টিম্যাটার দিয়ে বিশ্বভ্রমাণ্ড ঘুর্ণনের আজগুবি চিন্তা মাথায় আসে কেমন করে? এতটুকুতেও যদি না বুঝেন তারপর আপনার মন্তব্যের পর বাকী যা বলার বলবো।