প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল ব্রহ্মান্ড হল একই রকম হুবহু আরেকটি ব্রহ্মান্ড এর অস্তিত্ব থাকা। আমরা এখন অবধি “ইউনিভার্স” বা একক ব্রহ্মান্ড নীতিতে বিশ্বাসী। কিন্তু “মাল্টিভার্স” তত্ত্বমতে আরো অনেক ব্রহ্মান্ড বিদ্যমান থাকতে পারে। আর এই অসংখ্য ব্রহ্মান্ড এর মধ্যে অনুরূপ একাধিক গ্রহ বা ব্রহ্মান্ড থাকতে পারে।
যেমন মাল্টিভার্স এর অস্তিত্ব যদি সত্য হয়, তাহলে আমাদের গ্রহের অনুরূপ একাধিক গ্রহ থাকতে পারে যেখানে আমাদের মত মানুষ ও থাকতে পারে। এভাবেই প্যারালাল ইউনিভার্স সংক্ষেপে বলা যায়।