কারণ মাতৃকোষ হতে বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হয়।
একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা উদ্ভিদের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় উদ্ভিদ কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে ।